কেন একচেটিয়া বাজারে বিক্রেতাকে দামের স্রষ্টা বলা হয়?

উত্তর: একচেটিয়া বাজারে উৎপাদক বা বিক্রেতা তার দ্রব্যের যোগান সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে ইচ্ছামতো দাম সৃষ্টি করতে পারে। তাই এই বাজারে ফার্মকে দাম সৃষ্টিকারী বলা হয়। একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য অনুযায়ী কোনো ফার্মের দ্রব্যের নিকট কোনো পরিবর্তক বাজারে থাকে না এবং সে তার ইচ্ছামতো যোগান বাড়াতে বা কমাতে পারে এবং দাম নির্ধারণ করতে পারে। তাই একচেটিয়া বাজারে বিক্রেতাকে দামের স্রষ্টা বলা হয়।