কেন্দ্রীয় ধাতব আয়ন কি?

জটিল আয়ন গঠনে যে ক্যাটায়ন বা ধাতব আয়নের সঙ্গে একাধিক মুক্তজোড় ইলেক্ট্রন বিশিষ্ট প্রশম অণু বা অ্যানায়ন যুক্ত হয় তাকে কেন্দ্রীয় ধাতব আয়ন বলে। যেমন, [Fe(CN)6]4- বা ফেরোসায়ানাইড জটিল আয়নে Fe2+ আয়ন হলো কেন্দ্রীয় ধাতব আয়ন।

কেন্দ্রীয় ধাতব আয়ন কি?
[Fe(CN)6]4- বা ফেরোসায়ানাইড জটিল আয়ন।

জটিল আয়ন সম্পর্কিত অন্যান্য প্রশ্ন-

জটিল আয়ন কি?