কেঁচোকে ইউসিলোমেট বলা হয় কেন?
কেঁচো অ্যানেলিডা পর্বভুক্ত প্রাণী। এরা ইউসিলোমেট অর্থাৎ প্রকৃত সিলোমযুক্ত। কারণ এদের ভূণীয় মেসোডার্মের অভ্যন্তর থেকে গহ্বররূপে সিলোম উদ্ভূত হয় এবং চাপা, মেসোডার্মাল এপিথেলিয়াল কোষে গঠিত পেরিটোনিয়াম স্তরে সম্পূর্ণ বেষ্টিত থাকে। ইউসিলোমেটদের অপেক্ষাকৃত উন্নত প্রাণী মনে করা হয়। এ কারণেই কেঁচোকে ইউসিলোমেট বলা হয়।
একই অধ্যায়ের আরও প্রশ্ন- প্রজাতি কাকে বলে?