কিলেট যৌগ কাকে বলে?

যখন কোন লিগান্ড অনু একাধিক বন্ধন দ্বারা ধাতব আয়নের সাথে যুক্ত হয়ে জটিল যৌগ উৎপন্ন করে তখন তাকে কিলেট যৌগ বলে। একই অনু থেকে একাধিক বন্ধন সৃষ্টই হওয়ার ফলে যৌগটি দেখে মনে হয় যেন শিকারী পাখি তার থাবা দিয়ে ধাতব আয়নকে ধরে রেখেছে। গ্রিক chele মানে থাবা।