একটিমাত্র ফার্ম কি কখনো শিল্প হিসেবে বিবেচিত হতে পারে?

উত্তর: হ্যাঁ একচেটিয়া বাজারে একটিমাত্র ফার্ম শিল্প হিসেবে বিবেচিত হতে পারে। একচেটিয়া বাজারে একজন মাত্র উৎপাদক বা বিক্রেতা থাকায় ফার্ম ও শিল্প অভিন্ন হয়। একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে কোনো পার্থক্য লক্ষ করা যায় না। ফার্ম একক ব্যবস্থাপনায় এবং শিল্পের অন্তর্গত ফার্মসমূহ ভিন্ন ভিন্ন ব্যবস্থায় পরিচালিত হয়। যেহেতু একচেটিয়া বাজারে একজন বিক্রেতা থাকে এবং পণ্যের কোনো নিকট বিকল্প থাকে না, তাই এই বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে কোনো পার্থক্য নেই। অর্থাৎ এ বাজারে একটি ফার্ম শিল্প হিসেবে বিবেচিত হতে পারে।