একচেটিয়া বাজারের গড় আয় রেখা বাম থেকে ডানদিকে নিম্নগামী হয় কেন?

উত্তর: একচেটিয়া বাজারে গড় আয় (AR) ও চাহিদা রেখা সমান। একচেটিয়া বাজারে বিক্রেতা তার পণ্যের যোগান নিয়ন্ত্রণ করে। কিন্তু চাহিদা নিয়ন্ত্রণ করতে পারে না। দামের পরিবর্তনে চাহিদা বিপরীতভাবে পরিবর্তিত হয়। তাই চাহিদা রেখা বা AR রেখা বাম থেকে ডানদিকে নিম্নগামী হয় ৷