উৎপাদনের কোন উপকরণকে তুমি সবচেয়ে বেশি গতিশীল মনে কর? ব্যাখ্যা কর ।
উত্তর: উৎপাদনের সবচেয়ে গতিশীল উপকরণ হলো শ্রম। উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের সব ধরনের শারীরিক ও মানসিক পরিশ্রমকে শ্রম বলে। অর্থাৎ জেলে বা ঠেলাগাড়ির চালকের শারীরিক পরিশ্রম যেমন শ্রম, তেমনি ডাক্তার বা উকিলের বুদ্ধিজাত প্রচেষ্টাও শ্রম । শ্রম একটি জীবন্ত উপাদান। শ্রমিক তার শ্রমকে সঞ্চয় করে রাখতে পারে না। অন্যান্য উপাদানের চেয়ে শ্রমকে অধিক গতিশীল বলে ধরা হয়।