উৎপাদনের উপকরণ কী কী?
উত্তর: অর্থনীতিতে উৎপাদনের উপকরণ বলতে নিম্নোক্ত চারটি উপাদানকে নির্দেশ করে । যথা—
(i) ভূমি
(ii) শ্রম
(iii) মূলধন ও
(iv) সংগঠন।
উৎপাদন সম্পর্কিত অন্যান্য প্রশ্ন-
অর্থনীতিতে উৎপাদন বলতে কী বোঝায়?
মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান- ব্যাখ্যা কর।
উৎপাদনের কোন উপকরণকে তুমি সবচেয়ে বেশি গতিশীল মনে কর? ব্যাখ্যা কর ।