ইলেক্ট্রোপ্লেটিং কি?

তড়িৎবিশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যে কোন ধাতুর উপর অপর কোন ধাতুর পাতলা আবরণ দেয়ার প্রক্রিয়াকে তড়িৎপ্রলেপন বা ইলেকট্রোপ্লেটিং বলে।

কোন ক্ষয়যোগ্য সস্তা ধাতু দ্বারা তৈরি কোন ব্যবহার্য দ্রব্যে ক্ষয় রোধ করার জন্যই তার উপর ক্ষয় রোধকারী অপর একটি ধাতুর প্রলেপন দেয়া হয়। যেমন- লৌহ বা কপারের তৈরি বস্তুর উপরে নিকেল বা ক্রোমিয়াম ধাতুর প্রলেপন সচরাচর ব্যবহার করা হয়।

ইলেক্ট্রোপ্লেটিং পদ্ধতি

যে ধাতুর প্রলেপন দিতে হয় তার লবণের দ্রবণে ধাতুটির তৈরি একটি দণ্ডকে নিমজ্জিত করে একটি ব্যাটারির অ্যানোডের সঙ্গে সংযোগ দেয়া হয়। যে দ্রব্যের প্রলেপন দিতে হয় তাকে ঐ দ্রবণে নিমজ্জিত করে ক্যাথোডের সঙ্গে সংযোগ করে তড়িৎ প্রবাহিত করা হয়। ফলে দ্রবণে উপস্থিত লবণের ক্যাটায়ন ক্যাথোডে আকৃষ্ট হয় ও ইলেকট্রন গ্রহণ করে ক্যাথোড হিসেবে ব্যবহৃত বস্তুটির উপর ধাতুর প্রলেপ হিসেবে জমা হয়। এদিকে অ্যানোডের ধাতুটি ইলেকট্রন ত্যাগ করে আয়নরূপে দ্রবণে যায় এবং দ্রবণ থেকে অপসারিত ক্যাটায়নের মাত্রা স্থির রাখে। যেমন- নিকেল সালফেট দ্রবণে নিকেল দণ্ডকে অ্যানোড ও লোহার তৈরি অন্য কোন বস্তুকে ক্যাথোড হিসেবে ব্যবহার করে তড়িৎপ্রলেপন করা হয়।

NiSO4(aq)   ⇌  Ni2+ +   SO42+

ক্যাথোডেঃ Ni2+ + 2e = Ni (প্রলেপ)

অ্যানোডেঃ Ni – 2e = Ni2+

তড়িৎ বিশ্লেষণ সম্পর্কিত অন্যান্য পোস্ট-

তড়িৎ বিশ্লেষণ সম্পর্কিত ফ্যারাডের প্রথম সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা কর।