ইলেকট্রন আসক্তি কাকে বলে?
গ্যাসীয় অবস্থায় কোন মৌলের 1.0 mol বিচ্ছিন্ন পরমাণুর প্রতিটির সর্ববহিস্থ শক্তিস্তরে একটি করে মোট 1.0 mol ইলেক্ট্রন গৃহীত হয়ে 1.0 mol ঋনাত্মক চার্জযুক্ত আয়নে পরিণত হলে যে পরিমাণ শক্তি বিমুক্ত হয় তাকে ঐ মৌলের ইলেক্ট্রন আসক্তি বলে।
ইলেক্ট্রন আসক্তি একটি পর্যায়বৃত্ত ধর্ম। এর একক জুল বা ইলেক্ট্রন ভোল্ট (eV)। শক্তি বিমুক্ত হয় বলে এর মান ঋনাত্মক হয়।
আরও পড়ুন- তড়িৎঋনাত্মকতা কি