ইনভার্ট চিনির সংকেত কি?

ইনভার্ট চিনির সংকেত হলো C12H22O12 । ইনভার্ট চিনি একক কোন যৌগ না। এটি মূলত গ্লুকোজ এবং ফ্রুকটোজ এর মিশ্রণ।

সাধারন চিনি সুক্রোজ হলো গ্লুকোজ এবং ফ্রুকটোজ এর ডাইস্যাকারাইড। এই সুক্রোজকে ভেঙ্গে গ্লুকোজ এবং ফ্রুকটোজ এর মিশ্রণ তৈরি করা হলে তাকে ইনভার্ট চিনি বলে।

ইনভার্ট চিনি
সুক্রোজকে ভেঙ্গে গ্লুকোজ এবং ফ্রুকটোজ এর মিশ্রণ অর্থাৎ ইনভার্ট চিনি তৈরি করা হয়।