আয়নিক বন্ধন গঠনের শর্তসমূহ
আয়নিক বন্ধন গঠনের শর্তাবলি নিম্নরূপ-
- নিম্ন আয়নীকরণ শক্তি: আয়নিক বন্ধন গঠনে পরমাণুগুলোর একটির আয়নীকরণ শক্তি কম হওয়া প্রয়োজন। আয়নীকরণ শক্তি কম হলে সামান্য শক্তি প্রয়োগে এটিকে ক্যাটায়নে পরিণত করা সম্ভব।
- উচ্চ ইলেকটন আসক্তি: একটির নিম্ন কিন্তু অপরটির উচ্চ ইলেকট্রন আসক্তি থাকতে হবে।
- ল্যাটিস শক্তি: ল্যাটিস শক্তির মান যত বড় হবে আয়নিক বন্ধন সৃষ্টি তত সহজতর হবে।
- ক্যাটায়ন ও অ্যানায়নের আকার: ক্যাটায়নের আকার যতটা সম্ভব ছোট কিন্তু অ্যানায়নের আকার বড় হতে হবে।
- তড়িৎ ঋণাত্মকতা: একটির অত্যন্ত কম কিন্তু অপরটির অত্যন্ত বেশি তড়িৎ ঋণাত্মকতা থাকতে হবে এবং তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 2.1 এর বেশি হতে হবে।
আরও পড়ুন-