আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলে?

কোনো একটি মৌলের পরমাণুর ভরকে প্রমাণ বা স্ট্যান্ডার্ড হিসেবে ধরে তার সাপেক্ষে বিভিন্ন মৌলের এক একটি পরমাণু কতগুণ ভারী তা নির্ণয় করা হয়। একেই সংশ্লিষ্ট মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বলা হয়। যেমন- হাইড্রোজেনের একটি পরমাণুর প্রকৃত ভর 0.1673 x 10-23 g আবার কার্বনের একটি পরমাণুর প্রকৃত ভর 1.992 x 10-23 g। এখন হাইড্রোজেনের একটি পরমাণুর ভর কে স্ট্যান্ডার্ড ধরলে কার্বনের আপেক্ষিক পারমাণবিক ভর হবে- ’12’ 1
কার্বনের আপেক্ষিক পারমাণবিক ভর =1.992 x 10-23 / 0.1673 x 10-23 = 12 (প্রায়)
দুইটি ভরের অনুপাত হওয়ার জন্য আপেক্ষিক পারমাণবিক ভরের কোন একক নেই।