আদর্শ বা প্রতিনিধি মৌল কাকে বলে
কোন ব্যতিক্রম ছাড়া ইলেক্ট্রন বিন্যাসের সাধারন নিয়ম (আউফ বাউ নীতি) অনুসারে যে সকল পরমাণুর অরবিটালে ইলেক্ট্রন ধারাবাহিকভাবে স্থান গ্রহন করে তাদের আদর্শ বা প্রতিনিধি মৌল বলে। যেমন, s (গ্রুপ 1 এবং 2) ও p (গ্রুপ 13 থেকে 18) ব্লক মৌলসমূহ আদর্শ বা প্রতিনিধি মৌল বলে।
আরও পড়ুন-