আইসোথার্ম কি?

কোন স্থির তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের উপর বিভিন্ন পরিমাণ চাপ প্রয়োগ করে গ্যাসটির যে আয়তন পাওয়া যাবে সেগুলো দিয়ে লেখচিত্র অংকন করলে যে চিত্রগুলো পাওয়া যায় তাদের আইসোথার্ম বা সমতাপীয় রেখা বলে। নিচের চিত্রটি একটি P-V লেখচিত্র। এ লেখচিত্রে প্রদর্শিত বক্র রেখাসমূহ এক একটি নির্দিষ্ট তাপমাত্রায় চাপ ও আয়তনের সম্পর্ক নির্দেশ করে। তাই এরা সমতাপীয় রেখা বা আইসোথার্ম (Isotherms) বলে।

আইসোথার্ম কি?
P-V লেখচিত্র বা আইসোথার্ম