আইসোটোপ, আইসোটোন ও আইসোবার কি?

আইসোটোপ

কোন মৌলের একাধিক পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। যেমন- হাইড্রোজেনের তিনটি আইসোটোপ হলো-

11H = প্রোটিয়াম, 21H = ডিউটেরিয়াম, 31H = ট্রিটিয়াম

আইসোটোপের বৈশিষ্ট্য

  • আইসোটোপসমূহ একই মৌলের পরমাণু ।
  • তাদের পারমাণবিক সংখ্যা একই, কিন্তু ভর সংখ্যা ভিন্ন।
  • পর্যায় সারণিতে অবস্থান একই ।

আইসোটোন

যে সব পরমাণুর নিউট্রন সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন তাদের পরস্পরের আইসোটোন বলে। যেমন- 146C এবং 168O উভয় পরমাণুতে নিউট্রনের সংখ্যা একই 8 তাই এরা পরস্পরের আইসোটোন।

আইসোটোনের বৈশিষ্ট্য

  • অবশ্যই ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু।
  • পর্যায় সারণিতে তাদের অবস্থানও ভিন্ন।

আইসোবার

যেসব পরমাণুর ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা (অর্থাৎ প্রোটন ও নিউট্রনের মিলিত সংখ্যা) একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোবার বলে। যেমন— টেলুরিয়াম ও আয়োডিনের আইসোটোপ যথাক্রমে 12752Te এবং 12753I পরস্পর আইসোবার।

আইসোবারের বৈশিষ্ট্য

  • অবশ্যই ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু।
  • পর্যায় সারণিতে তাদের অবস্থানও ভিন্ন।

নিউক্লিয়ার রসায়ন সম্পর্কিত অন্যান্য প্রশ্ন-

নিউক্লিয়ার ফিউশন এবং নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া কি?

তেজস্ক্রিয়তা কি?