আংশিক চাপ কি?

নির্দিষ্ট উষ্ণতায় পরস্পর বিক্রিয়াহীন একাধিক গ্যাসের কোন মিশ্রণে উপস্থিত একটি উপাদান গ্যাস যদি মিশ্রণের মোট আয়তনটুকু এককভাবে দখল করে তবে যে চাপ দেয় তাকেই উক্ত উপাদান গ্যাসের আংশিক চাপ বলে।

মনে করি 27°C উষ্ণতায় 500 cm³ আয়তনের একটি পাত্রে H₂ এবং O₂ গ্যাসের মিশ্রণ আছে। মিশ্রণে উপস্থিত H₂ ও O2 গ্যাস যদি পৃথকভাবে উক্ত 500 cm³ আয়তন দখল করে এবং যথাক্রমে 15 cm ও 25 cm (Hg) চাপ দেয় তাহলে এ মানদ্বয় যথাক্রমে H₂ ও O₂ এর আংশিক চাপ।

আরও পড়ুন-

ডাল্টনের আংশিক চাপ সূত্র কি?

গ্যাসের আংশিক চাপ উক্ত গ্যাসের মোল ভগ্নাংশ এবং মিশ্রণের মোট চাপের সমান