অ্যালকাইনের পানি সংযোজন বিক্রিয়া লিখো
2% মারকিউরিক সালফেট এবং 20% সালফিউরিক এসিড মিশ্রণের উপস্থিতিতে 60°C উষ্ণতায় অ্যালকাইনের সাথে পানি যুক্ত হয়ে কার্বনিল যৌগ উৎপন্ন করে। এক্ষেত্রে একমাত্র ইথাইন হতে অ্যালডিহাইড (ইথান্যাল) গঠিত হয়। অবশিষ্ট সকল অ্যালকাইনে পানি সংযোজনের ফলে কিটোন পাওয়া যায়।
যেমন, প্রপাইন থেকে প্রপানোন উৎপন্ন হয়। বিক্রিয়াটি দু’টি ধাপে সম্পন্ন হয়। প্রথমে প্রপাইনের সঙ্গে পানি সংযোগে একটি অস্থায়ী যুত যৌগ গঠিত হয়। এরপর যুত অণুটিতে পুনর্বিন্যাস ঘটে এবং প্রপানোন নামক কার্বনিল যৌগে পরিণত হয়।