অ্যামোনিয়া একটি প্রশম লিগান্ড কেন?
আমরা জানি, জটিল যৌগের কেন্দ্রীয় ধাতব আয়নের সঙ্গে যে ঋণাত্মক আয়ন বা মুক্তজোড় ইলেকট্রন সমৃদ্ধ অণু সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত হয় তাদের লিগান্ড বলে। লিগান্ড সমূহের মধ্যে যাদের কোন প্রকার চার্জ নেই তাদের প্রশম লিগান্ড বলে। যেহেতু অ্যামোনিয়ার কোন চার্জ নেই, এটি এর নাইট্রোজেনের মুক্তজোড় ইলেক্ট্রন দিয়ে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে কেন্দ্রীয় ধাতব আয়নের সাথে যুক্ত হয়। এজন্য অ্যামোনিয়াকে একটি প্রশম লিগান্ড বলা হয়।
আরও পড়ুন-