অষ্টক সংকোচন কি?

অষ্টক নীতি অনুযায়ী বন্ধন গঠনের সময় মৌল সমুহ সর্ববহিস্থ স্তরে আটটি ইলেকট্রন রাখতে চায়। কিন্তু অনেক মৌল আছে যারা সর্ববহিস্থ স্তরে আটটি ইলেকট্রন এর চেয়ে কম ইলেক্ট্রন নিয়েই বন্ধন তৈরি করে। এই আটটি ইলেকট্রন এর চেয়ে কম ইলেক্ট্রন নিয়ে বন্ধন তৈরি করা কে অষ্টক সংকোচন বলা হয়।

যেমন, BF3 এ বোরনের সর্ববহিঃস্থস্তরে তিনটি ইলেকট্রন রয়েছে। এক্ষেত্রে বোরন এই তিনটি ইলেকট্রন ফ্লোরিনের সাথে শেয়ার করে সর্ববহিঃস্থস্তরে ৬ টি ইলেকট্রন অর্জনের মাধ্যমে BF3 গঠন করে। ফলে BF3 এ ইলেকট্রন ঘাটতি থেকে যায়।

ইলেকট্রন ঘাটতি সংক্রান্ত অন্যান্য প্রশ্ন –

BF3 লুইস এসিড কেন?

AlCl3 সাধারণ তাপমাত্রায় ডাইমার গঠন করে কেন?