অর্থের সতর্কতামূলক চাহিদা কী?

অসুস্থতা, প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা প্রভৃতি জরুরি অবস্থা মোকাবিলা করতে মানুষ নগদ মুদ্রা হাতে রাখতে চায়। এটাকেই অর্থের সতর্কতামূলক চাহিদা বলে। এটা নির্ভর করে আয়স্তর, মুদ্রা প্রাপ্তির সুযোগ ইত্যাদি বিষয়ের ওপর।

অর্থ ও চাহিদা সংক্রান্ত অন্যান্য প্রশ্ন-

অর্থের ফটকা চাহিদা কী?

অর্থের চাহিদা কী?