অর্থের প্রচলন গতি কি অর্থের মূল্যকে প্রভাবিত করতে পারে?
উত্তর: হ্যাঁ, অর্থের প্রচলন গতি অর্থের মূল্যকে প্রভাবিত করতে পারে। একটি নির্দিষ্ট সময়ে একটি মুদ্রা যতবার হাত বদলায় তাকে তার প্রচলন গতি (Velocity of Circulation) বলা হয়। যেমন— একটি নির্দিষ্ট সময়ে যদি একটি মুদ্রা তিন বার হাত বদলায় তাহলে একটি মুদ্রা তিনটি মুদ্রার কাজ করল বলে ধরা যাবে। সুতরাং ধাতব মুদ্রা ও কাগজি মুদ্রার সমষ্টিকে তাদের প্রচলন গতি দ্বারা গুণ করলে মুদ্রার মোট যোগান পাওয়া যাবে। অর্থের যোগানের সাথে অর্থের মূল্যের বিপরীত সম্পর্ক বিদ্যমান। সুতরাং দেখা যায়, অর্থের প্রচলন গতি বৃদ্ধি পেলে অর্থের মূল্য হ্রাস পাবে আর অর্থের প্রচলন গতি হ্রাস পেলে অর্থের মূল্য বৃদ্ধি পাবে।