অর্থের পরিমাণের সাথে অর্থের মূল্যের সম্পর্ক কীরূপ?

অন্যান্য অবস্থা অপরিবর্তিত অবস্থায় অর্থের পরিমাণের সাথে অর্থের মূল্যের সম্পর্ক সমানুপাতিক এবং বিপরীতমুখী । অর্থের যোগান যে হারে বাড়ে, অর্থের মূল্য ওই একই হারে কমে। আর অর্থের যোগান যে হারে কমে, অর্থের মূল্যও ওই একই হারে বাড়ে। অর্থাৎ অর্থের যোগান দ্বিগুণ হলে অর্থের মূল্য অর্ধেক হবে এবং অর্থের যোগান অর্ধেক হলে অর্থের মূল্যও দ্বিগুণ হবে।

অর্থ সম্পর্কিত অন্যান্য প্রশ্ন-

দামস্তর ও অর্থের মূল্যের মধ্যে সম্পর্ক কীরূপ?

অর্থের প্রয়োজন হয় কেন?

অর্থ কীভাবে ব্যক্তিজীবনে মনস্তাত্ত্বিক প্রভাব সৃষ্টি করে?