অনুবন্ধী এসিড ও ক্ষারকের মাঝে একটি প্রোটনের পার্থক্য থাকে-ব্যাখ্যা কর।

ব্রনস্টেড-লাউরি মতবাদ অনুযায়ী যেসকল যৌগ প্রোটন বা হাইড্রোজেন আয়ন ত্যাগ করে তারা এসিড এবং যারা প্রোটন গ্রহন করে তারা ক্ষারক। আবার কোন এসিড প্রোটন ত্যাগ করে যে ঋনাত্মক আয়নে পরিণত হয় সেই ঋনাত্মক আয়ন আবার প্রোটোন গ্রহন করতে পারে অর্থাৎ ক্ষারক হিসেবে কাজ করে। যা অনুবন্ধী ক্ষারক হিসেবে পরিচিত। একইভাবে ক্ষারক প্রোটন গ্রহন করে যে ধনাত্মক আয়নে পরিণত হয় সেটি আবার প্রোটন ত্যাগ করতে পারে অর্থাৎ এসিড হিসেবে কাজ করে যা অনুবন্ধ এসিড নামে পরিচিত। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে একটি মাত্র প্রোটনের স্থানান্তরের মাধ্যমে কোন যৌগ এসিড বা ক্ষারকে পরিণত হচ্ছে। সুতরাং অনুবন্ধী এসিড ও ক্ষারকের মাঝে পার্থক্য মূলত একটি প্রোটনের।