অনুঘটক বা প্রভাবক কি?
যে সকল পদার্থ বিক্রিয়ায় অংশগ্রহণ দ্বারা বা অংশগ্রহণ ব্যতীত অর্থাৎ তাদের উপস্থিতি দ্বারা রাসায়নিক ক্রিয়ার গতিবেগ বৃদ্ধি বা হ্রাস করতে পারে, কিন্তু বিক্রিয়া শেষে গঠনে ও তরে অপরিবর্তিত থাকে তাদেরকে অনুঘটক বা প্রভাবক এবং এই বিষয়কে অনুঘটন বা প্রভাবন বলা হয়।
উদাহরণ : শুধু পটাসিয়ামক্লোরেটকে উত্তপ্ত করলে অতি ধীরে ধীরে অক্সিজেন নির্গত হয়। কিন্তু পটাসিয়ামক্লোরেটের সাথে কিছু পরিমাণে ম্যাঙ্গানিজ-ডাই-অক্সাইড মিশ্রিত করলে নিম্ন তাপমাত্রায় প্রচুর অক্সিজেন উৎপন্ন হয়। বিক্রিয়াশেষে ম্যাঙ্গানিজ-ডাই-অক্সাইডের গঠন ও স্তর অপরিবর্তিত থাকে। সুতরাং এখানে ম্যাঙ্গানিজ-ডাই-অক্সাইড অনুঘটক হিসাবে কাজ করে।
2KCIO3 + (MnO2) = 2KCI + 3O2 + (MnO2)
অনুঘটক বা প্রভাবকের বৈশিষ্ট্য
১. অনুঘটক বা প্রভাবক বিক্রিয়ার গতিকে প্রভাবান্বিত করে মাত্র। বিক্রিয়াশেষে প্রভাবকের মোট ভরের অথবা গঠনের কোনরূপ পরিবর্তন হয় না।
২. বিক্রিয়ার গতিকে প্রভাবিত করার জন্য সামান্য পরিমাণ প্রভাবকই যথেষ্ট।
৩. কোন প্রভাবক বিক্রিয়া আরম্ভ করতে পারে না।
৪. প্রভাবক কোন উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থার অবস্থান পরিবর্তন করতে পারে না। শুধুমাত্র সাম্যাবস্থা অনি দ্রুততর করে।
৫. প্রভাবক সাধারণত বরণাত্মক (selective) অর্থাৎ কোন নির্দিষ্ট বিক্রিয়ার জন্য প্রভাবকও নির্দিষ্ট। যে কোন প্রভাবক যে কোন বিক্রিয়াকে প্রভাবিত করতে পারে না।