অনলাইন ব্যাংকিং এর বিশেষ সুবিধা ব্যাখ্যা কর
উত্তর: প্রচলিত ব্যাংকিং সুবিধা কেবল কার্যদিবসে সকাল ১০টা থেকে ৫টার মধ্যে পাওয়া যায়। কিন্তু অনলাইন ব্যাংকিং সুবিধা ২৪ ঘণ্টাই পাওয়া সম্ভব। তাই এখানে সময়ের কোনো বাধানিষেধ নেই। এ ব্যাংকিং সুবিধার মাধ্যমে দেশের এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত অর্থ প্রেরণ করা যায়। চিরাচরিতভাবে ব্যাংকের কোনো শাখায় নগদ অর্থ জমা দিয়ে অন্য শাখায় পেতে কয়েকদিন সময় লাগে। কিন্তু অনলাইন ব্যাংকিংয়ের সহায়তায় এ কাজ কয়েক মিনিটের মধ্যেই সম্পন্ন করা সম্ভব।