অতি স্বল্পকালীন বাজারে শুধু চাহিদার ওপর দাম নির্ধারিত হয় কেন?

অতি স্বল্পকালীন বাজারে অস্থায়ী ও পচনশীল দ্রব্য কেনাবেচা হয় এবং এ বাজারের স্থায়িত্ব খুবই কম। চাহিদা অনুসারে যোগানের পরিবর্তন সম্ভব হয় না। তাই এ বাজারে শুধু চাহিদার ওপর দাম নির্ধারিত হয়।

দাম সংক্রান্ত অন্যন্য প্রশ্ন-

কেন একচেটিয়া বাজারে বিক্রেতাকে দামের স্রষ্টা বলা হয়?

পূর্ণ প্রতিযোগিতা বাজারকে কেন দামগ্রহীতা বলা হয়?

দামস্তর ও অর্থের মূল্যের মধ্যে সম্পর্ক কীরূপ?