অণুরণন কি?
কোন অণু বা আয়নের বন্ধন ইলেকট্রনগুলি পুনর্বিন্যাসের ফলে যেসকল গঠনাকৃতির উদ্ভব হয় তাদের কোনটিই এককভাবে ওই অণুর বা আয়নের প্রকৃত গঠন নয়। অণু বা আয়নটির প্রকৃত গঠন হলো বন্ধন ইলেকট্রনের পুনর্বিন্যাসের মাধ্যমে সৃষ্ট কয়েকটি কাল্পনিক গঠন সংকেতের সমন্বয়। কোন অণু বা আয়নের এরূপ ঘটনাকে রেজোন্যান্স বা অনুরণন বলে ।
যেমন, বেনজিনের রেজোন্যান্স বা অনুরণন কাঠামো নিম্নরূপ