মুদ্রার কার্যাবলি ব্যাখ্যা কর।
উত্তর: মুদ্রা যেসব কাজ করে থাকে সেগুলোই মুদ্রার কার্যাবলি। মুদ্রার কাজ চারটি। যথা— মাধ্যম, পরিমাপক, মান ও ভান্ডার। মুদ্রার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করা। মুদ্রা দ্রব্য ও সেবার পরিমাপক হিসেবে কাজ করে। মুদ্রা স্থগিত লেনদেনের মান হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া মুদ্রা সঞ্চয়ের ভান্ডার হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। আধুনিক অর্থনীতিবিদরা মুদ্রাকে সর্বাপেক্ষা তারল্য সম্পদ হিসেবে গণ্য করেছেন।