ভ্রূণীয় স্তর বলতে কী বোঝায়
যেসব প্রাণীর যৌন প্রজনন ঘটে তাদের জাইগোট ক্লিভেজ পদ্ধতিতে বিভাজিত হয়ে ব্লাস্টোমিয়ার নামক কোষস্তর সৃষ্টি করে, যা সজ্জিত হয়ে নিরেট মরুলা ও ফাঁপা ব্লাস্টুলাতে পরিণত হয়। ব্লাস্টুলা হতে পরবর্তীতে দ্বিস্তরী বা গ্যাস্টুলার সৃষ্টি হয়, যা সামগ্রিকভাবে ভূণস্তর বলে বিবেচিত।