জটিল আয়ন কি?
একটি ধাতব পরমাণু বা আয়নের সঙ্গে একাধিক ঋণাত্মক আয়ন বা অণু সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত হলে যে জটিল কাঠামোর আয়ন গঠিত হয় তাকে জটিল আয়ন বলে। যেমন, [Cu(NH3)4]2+ বা টেট্রা অ্যামমিনকিউপ্রিক জটিল আয়ন।
টেট্রা অ্যামমিনকিউপ্রিক জটিল আয়নে চারটি অ্যামোনিয়া অনু সন্নিবেশ বন্ধনের মাধ্যমে Cu2+ আয়নের সাথে যুক্ত হয়। সুতরাং অ্যামমিনকিউপ্রিক আয়ন একটা জটিল আয়ন। জটিল আয়ন সমূহ জটিল যৌগ নামেও পরিচিত।